বরগুনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৭:১৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২

বরগুনায় ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বেলা তিনটার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে মৃত আনোয়ার হোসেনের ছেলে খোকন পঞ্চায়েতকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। দীর্ঘদিন যাবৎ বরগুনা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ ও অসাধু অস্ত্র ব্যাবসাসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল হালিম ও পুলিশ পরিদর্শক জনাব দেওয়ান জগলুল হাসানের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে বরগুনা সদর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেওড়াবুনিয়া নিজ বাড়ির সামনে থেকে মাদক কারবারী খোকন পঞ্চায়েতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত