বরগুনায় আইডিইবির ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  হিমাদ্রি শেখর কেশব, বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:১০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৭

'বৈষম্যহীন কর্মক্ষেত্র- সময়ের দাবি' এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরগুনায় পালিত হলো গণপ্রকৌশল দিবস ও আইডিইবির (ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ)র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক পায়রা অবমুক্তের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। এরপর তার নেতৃত্বে  একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা আইডিইবি কার্যালয়ের সামনে শেষ হয়।

দ্বিতীয পর্বে ছিলো আলোচনা সভা। ইঞ্জিনিয়ার মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আমতলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল হায়দার,  বরগুনা পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল করিম টুটুল, বরগুনা আইডিইবির যুগ্ম সম্পাদক ও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রুহুল আমিন।

সভাপতি ইঞ্জিনিয়ার মো: নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিএসসি ইঞ্জিয়ারদের দ্বারা হয়রানি ও বৈষম্যের শিকার হয়ে থাকি, যা কাম্য নয়।

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  সবথেকে বেশি অবদান থাকে। উন্নয়ন কার্যক্রমের প্রায় পঁচাশি ভাগ কাজ আমাদের হাত দিয়েই হয়ে থাকে।

সভায় আরও উপস্থিত ছিলেন, বরগুনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: জাকারিয়া আকন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন ও বরগুনা পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বরগুনা আইডিইবির যুগ্ম সম্পাদক ও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রুহুল আমিন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত