বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে শিশুসহ নিহত ৬
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:১১ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয় মাসের এক শিশু ও তার মাসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে। সন্দেহভাজন দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
কাউন্টি শেরিফ মাইক বউরেক্স এই ঘটনাকে টার্গেট কিলিং হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা থাকতে পারে।
তিনি জানান, মাদকের খোঁজে গত সপ্তাহে ওই বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ।
মাইক বউরেক্স জানান, ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ রাস্তায় এবং একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। ঘরের ভেতরে পাওয়া যায় আরও দুই জনের মরদেহ। তখনো সেখানে আরও একজন জীবিত অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত