বনানী থানার পুলিশ পরিদর্শক সোহেল বরখাস্ত
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের টাকা আত্মসাতের ঘটনায় ভারতে পালিয়ে গেছে এমন পুলিশ রিপোর্ট পাওয়ার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সোহেল রানাকে বরখাস্ত করা হয়েছে বলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
কমিশনার বলেন, ‘গতকালই তার জায়গায় নতুন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোহেল রানার বিরুদ্ধে মামলা ছিল। তিনি ভারতে পালিয়ে গেছেন, গুলশান পুলিশের পক্ষ থেকে এমন রিপোর্ট আসার পর বনানীর পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এদিকে পুলিশ সদর দফতরের একটি টিম এলআইসি শাখার সহযোগিতায় সোহেল রানাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে বলে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত