বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক দূর্ঘটনায় নিহত একজন,আহত ২

  নজরুল ইসলাম, প্রতিনিধি শ্রীনগর (মুন্সিগঞ্জ)  

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও  ২ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলা  হাঁসাড়া এলাকায় ঢাকাগামী একটি মাছভর্তি পিক-আপ ভ্যানকে পেছন থেকে আসা অপর একটি  ট্রাক ধাক্কা দিলে  পিক-আপ ভ্যানটি দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা মাছ ব্যবসায়ী  মাহবুব (৩০) নামক একজন নিহত হন। নিহত মাহাবুব শরীয়তপুর জেলার নড়িয়া সদরের লোকমান হোসেনের ছেলে।

অপরদিকে ওই রাত পৌনে দুইটার দিকে মহাসড়কের একই এলাকায় ঢাকামুখি সড়কে একটি পিক-আপ অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঈমন ও শুভ্রত নামে দুইজন আহত হয়। আহতরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত