স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বক্তারা 

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১৮:১১ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং মুক্তিযুদ্ধেও চেতনায় বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নিতে তরুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে অনুস্মরনীয় ও অনুকরনীয় রাষ্ট্র। বঙ্গবন্ধুর দেখানো পথ ধওে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রঅখতে সাহসিতার সাথে দায়িত্ব নিতে হবে আজকের মেধাবী প্রজন্মকে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরওয়ার পিল্টু উপরোক্ত মন্তব্য করেন।

জারিগান, কবিগান, পালাগান, কীর্তন, মুর্শিদী গান, মাইজভাণ্ডারী গান চর্চা কেন্দ্র চট্টগ্রাম লোক সঙ্গীত শিল্পী গোষ্ঠী ও জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন উপ- সচিব ও বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও গবেষক, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক মোঃ কামাল উদ্দিন।  সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লোক সঙ্গীত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ।

সভায় বক্তারা বলেন একসময়ের তলা বিহীন ঝুড়ির বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে নিয়ে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো ভাবতে বসেছে। কোন যাদুতে বাংলাধেশ আজ এত উন্নত। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান এর সঞ্চালনায সভায় আরো বক্তব্য রাখেন নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, পূজা মল্লিক,ইমরান সোহেল, ওসমান জাহাঙ্গীর, আবদুল্লাহ মজুমদার, আশিক বন্ধু, দিলিপ সেন, রোমানা ইসলাম,মোঃ হেলাল উদ্দিন মিয়া,কবি সজল দাশ, শ্রমিক নেতা আক্তার হোসেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত