বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:১৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১
জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার দুপুরে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। দুইদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী। সফরকালে তিনি নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত