বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা ১৭ মার্চ, শুক্রবার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১৭:৪৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, কবি-গবেষক মোস্তাক আহ্মাদ ও কবি আসাদ কাজল।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ এই আলোচনায় অংশগ্রহণ করবেন।
স্বাগত বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম তালুকদার (বীর মুক্তিযোদ্ধা)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত