বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দিতে দুই দেশের প্রতি আহ্বান
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১৫:৫৮ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪২
 
                                        
                                    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর দুই খুনী রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছেন। তিনি খুনীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এই আলোচনা সভায় শাহরিয়ার আলম এই আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল দেশের শান্তি ও সমৃদ্ধি। তিনি শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার সেই আদর্শ মেনেই দেশ পরিচালনা করছেন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, বঙ্গবন্ধু সরকারের উপমন্ত্রী নাফিয়া আখতার ডলি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            