বগুড়া- ১ সংসদীয় আসনে আগাম নির্বাচনী তৎপরতায় মনোনয়ন প্রত্যাশী নেতারা
প্রকাশ: ৫ জুন ২০২২, ১৯:১১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৪১
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-১ এর আগামী নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন লাভের জন্য ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন লাভে ইচ্ছুক নেতারা মাঠে নেমে পড়েছেন। তারা স্থানীয় বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিয়ে নিজের মনোনয়নের পক্ষে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরছেন।
অপরদিকে প্রধান বিরোধীদল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহন করবে কি করবেনা তা নিয়ে সংশয় থাকায় বিএনপির মনোনয়ন নিতে ইচ্ছুক নেতাদের তেমন একটা তৎপর দেখা যাচ্ছেনা।
মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা যায়, আওয়ামীলীগের মনোনয়ন দৌড়ে বেশ কয়েকজন তৎপর রয়েছেন। এরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান, টিএন্ডটির সাবেক চেয়ারম্যান খাবিরুজ্জামান বাদশা, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ম, আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তাফিজুর রহমান শ্যামল, এই আসনের সাবেক এমপি মরহুম সিরাজুল ইসলাম সুরুজের পুত্র মোস্তাকুল ইসলাম বিপ্লব, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু ও সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু।
মাঠ পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীদের মতে, মনোনয়ন দৌড়ে অনেকেই আছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তৃণমুল নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে। সরিয়াকান্দি পৌরসভার মেয়র ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি বলেন, সারিয়াকান্দির উন্নয়নে মরহুম আব্দুল মান্নানের অবদানের কারনে আওয়ামীলীগের একটি শক্ত গণভিত্তি তৈরী হয়েছে। কাজেই দলীয় মনোনয়নের ক্ষেত্রে মরহুম আব্দুল মান্নানের পরিবারের সদস্যরাই অগ্রাধিকার পাবেন বলে তাদের বিশ্বাস।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু বলেন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার প্রতিটি ঘরে-ঘরে এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান যে ভাবমুর্তি তৈরী করেছেন সেটা দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে বলে তার বিশ্বাস।
তবে বিএনপির মধ্যে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির এবং জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারন সম্পাদক মোশারফ হোসেন চৌধুরীর সমর্থকরা নিয়মিতভাবে তাদের পছন্দের নেতার পক্ষে নিরবে জনমত তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন। এই ৩ জনের মধ্যে মোশারফ হোসেন চৌধুরী নিয়মিতভাবে এলাকায় অবস্থান করে দলীয় ও সামাজিক কর্মকান্ডে ব্যাপকভাবে অংশগ্রহন করছেন বলে মাঠ জরীপে দেখা যায়। তবে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত চুড়ান্ত ও পরিস্কার করলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা আরো বাড়বে বলে নেতাকর্মীরা জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত