বগুড়া ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল ক্যাম্প
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৭
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২১ফিল্ড এ্যাম্বুলেন্স এর তত্ত্ববধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ৫ জানুয়ারী জয়পুরহাট জেলায় উক্ত ক্যাম্প পরিচালনা করা হয়। প্রায় দুই শতাধিক প্রান্তিক মানুষের মাঝে এসময় চিকিৎসা সহায়তা দেয়া হয়। ১১ পদাতিক ডিভিশন এর জিওসি ও এড়িয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি উক্ত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এছাড়া ইতোপুর্বে তারা সিরাজগঞ্জ জেলায় আড়াইহাজার কম্বল বিতরন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত