বগুড়ায় হত্যার আসামী যুবলীগ নেতা আনোয়ার খুন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:০০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৬
বগুড়ায় ক্ষমতাসীন দলীয় কোন্দলে আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। সোমবার ভোর ৫ টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, নিহত আনোয়ার হোসেন ক্ষমতাসীন দলের যুবলীগের রাজনীতির সাওেথ জড়িত ছিলেন। তিনি ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে এবং নিহত শাকিল হত্যার আসামী। এ ঘটনায় হত্যাকারী সুজন পলাতক রয়েছে।
জানা গেছে, আনোয়ার আর সুজন দুই জনই ক্ষমতাসীন দল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রভাবশালী স্থানীয় এক নেতার ক্যাডার হিসেবেও পরিচিত। কয়েক মাস আগে আধিপত্য নিয়ে আনোয়ার ও সুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সোমবার ভোর ৫টার দিকে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন আনোয়ারের পেটে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা আরও জানান, ঘটনার পরপরই সুজন এলাকা থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত