বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ২০:১৮ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৮

বগুড়ার আদমদিঘীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে, সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পশ্চিম দিকে।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ওই সড়কে আদমদীঘি থানার রাত্রীকালিন কর্তব্যরত পুলিশ রাত তিনটার ওই স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবকের মৃত্যুর খবর পায়। খবর পেয়ে দ্রুত আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় সনাক্তের জন্য বুধবার সকালে পিবিআইয়ের ক্রাইমসিন দল ডিএনএ নমুনা সংগ্রহ করার পর আদমদীঘি থানা পুলিশ, ট্রাউজার ও গেঞ্জি পরিহিত মরদেহের ময়না তদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাসপাতালে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত