বগুড়ায় বিএনপির করোনা হেল্প সেন্টারে এম-ট্যাবের কাছে ছাত্রদলের প্রিন্টার হন্তান্তর
প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২০:৩০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
সোমবার বগুড়া দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ড্যাব এবং এম-ট্যাব বগুড়া জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টার সাধারণ রোগীদের প্রেসক্রিপশন ডিজিটাল আকারে প্রিন্ট আউটের জন্য জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রিন্টার হন্তান্তর করেন সাধারণ সম্পাদক, নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক এমপি হেলালুজ্জামান লালু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, এম-ট্যাবের বগুড়া অঞ্চলিক কমিটি ডেন্টিস্ট, মোঃ রিপন, চিকিৎসা প্রযুক্তিবিদ, মোঃ আরমান হোসেন ডলার সহ জেলা ছাত্রদলের নেতা এ্যাডঃ এনামুল হক পান্না, আরিফুল ইসলাম মজনু, সাইদুল ইসলাম, সোহরাব হোসেন বাপ্পি, ডনেল মন্ডল, মাহমুদুল, মামুন, হিরা, রাফিউল সহ প্রমূখ।।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত