বগুড়ায় বিএনপির করোনা হেলথ সেন্টারের উদ্বোধন
প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৫৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৯
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও মানবিক সেবা প্রদানের লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির করোনা হেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনায় ভিডিও করফারেন্স ভার্চুয়াল বক্তব্যর মাধ্যমে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা প্রর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। করোনা হেলথ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সভাপত্বি করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক বগুড়া ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রেীয় কমিটির সভাপতি ডা. হারুন-অর-রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবাদুর রহমান চন্দন। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বগুড়া ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মোঃ শাহজাহান আলী, ড্যাব বগুড়া শহর শাখার সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক, বগুড়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, কে,এম খায়র“ল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ-উল-নবী সালাম, ড্যাব শহীদ জিয়াউর রহমান কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ ইউনুস আলী, ড্যাব জেলা শাখার নেতা ডা. জয়নাল আবেদীন, ডা. মোহাম্মদ আলী আজাদ, ডা. রোকুনুজ্জামান, বগুড়া জেলা যুব দলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত