বগুড়ায় নেতা-কর্মীকে মুজিব সিনেমা দেখলেন-চেয়ারম্যান ছান্নু
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৯:৩১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ২'শতাধিক নেতাকর্মীকে নিয়ে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। মুজিব সিনেমা জন্য ২০০ আসন অগ্রিম বুকিং দিয়ে রেখেছিলেন তিনি।
সোমবার বিকাল ৩টায় মধুবন সিনেপ্লেক্সে শো’তে উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২'শতাধিক নেতাকর্মী সিনেমাটি দেখেন।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দীন বাবলু,অধ্যাপক জহুরুল ইসলাম,নজরুল ইসলাম মাষ্টার,মিনহাজ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা,সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক,হোসেন শরিফ মনির,সম্পাদক জুয়েল রানা,ইয়াছিন দেওয়ান,সদস্য সবুজ চৌধুরী,আব্দুল ওয়াদুদ মুকুল,আল আমিন সহ উপজেলা আওয়ামী আওয়ামী লীগ সদস্য,সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সম্পন্ন সিনেমাটি উপভোগ করেন।
সিনেমা দেখার পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন,“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।আগামী প্রজন্মের জন্য মুজিব-একটি জাতির রুপকার’ সিনেমায় বঙ্গবন্ধু সম্পর্কে ইতিহাস সহজে জানতে পারবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত