বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত ৪
প্রকাশ: ৯ আগস্ট ২০২৩, ১৭:৫৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
বগুড়ার আদমদীঘিতে পোনা মাছ বহনকারী ট্রাক ও ঔষধ বহনকারী গাড়ীর মুখোমুখি সংর্ঘষে চালক সহ ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে দেশীয় মাগুর মাছ পোনা বহনকারী ও ঔষধ কোম্পানীর দু’টি ট্রাক মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষে ট্রাকে থাকা দেশীয় মাগুর মাছ বিনষ্ট সহ পোনা মাছ বহনকারী ট্রাকের চালক নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের গুরুত্বর মোয়াজ্জেম হোসেন,মাছ ব্যবসায়ী লিটন ও ঔষধ কোম্পানীর ট্রাক চালক পুরান বগুড়ার বাসিন্দা আশিষ ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ট্রাক চালক আশিষ ঘোষের সহযোগী হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা মেট্রো-ড-১৪-১৮৫২ নম্বর একটি মিনি ট্রাক পারইল থেকে দেশীয় মাগুর মাছ বোঝাই করে ময়মনসিংহ যাওয়ার পথে উপজেলার শিবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-শ-১১-২৯৬৪ নম্বর জুয়েলিক ফার্মা নামের ঔষধ বহনকারী একটি গাড়ীর সাথে মুখোমুখি সংর্ঘষে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এতে করে দুই ট্রাক ও ঔষধ বহনকারী গাড়ীর চালক সহ ৪জন আহত হওযায় পাশাপাশি ট্রাকে থাকা দেশীয় মাগুর মাছের পোনা বিনষ্ট হয়। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। এব্যাপারে সড়ক দুর্ঘটনা বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত