বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও লিফলেট বিতরণ

  নাজমুল হুদা

প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ১৭:০২ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৪:০৩

বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

রবিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, উপজেলা প্রশিক্ষিকা শারমিন আকতার, উপজেলা প্রশিক্ষক লায়জুল ইসলাম ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোসলেম উদ্দিনসহ আনসার ও ভিডিপি সদস্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত