বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির মুখে দাঁড়ি ও পড়নে কালো ফুলপ্যান্ট ও সাদা সার্ট ছিল।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের উত্তরে ইশবপুর নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে অজ্ঞাত ব্যক্তিটি রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় সকাল আনুমানিক সাড়ে ছয়’টার দিকে উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাঁর পরিচয় জানার জন্য সিআইডিকে তলব করা হয়েছে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত