বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:২৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫০
জাতীয় সাংবাদিক সংস্থা’র (জেএসএস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান রানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় সভাপতি মমিনুর রশীদ সাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহামান সরকার স্বপন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ রুবেল। আরো বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর বগুড়া বুব্যো প্রধান মহসিন আলী রাজু, জেলা সাংবাদিক সংস্থা’র যুগ্ম সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. শফিকুল ইসলাম, জেলার সদস্য ও শেরপুর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পন পত্রিকার স্টাফ রিপোর্টার ইলিয়াছ হোসেন, সাংবাদিক নেতা হারুন অর রশিদ, ব্যবসায়ী মাসুম মিয়া, সংগঠনের কাহালু উপজেলা সভাপতি আব্দুল হান্নান, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক মাফরোজা খানম সাথী, নির্বাহী সদস্য জাকির হোসেন, শফিকুল ইসলাম শফিক, মতিউর রহমান মতি, ইউনুছ উদ্দীন, তাহেরা জামান লিপি, রেজাউল করিম রেজা, হারুন অর রশিদ, ফয়েজ উদ্দিন, শামীম হোসেন, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, তৌফিক, তৌহিদ প্রমূখ। শেষে ইফতার র্পূবে দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত