বগুড়ায় আনুমানিক এক লাখ টাকামূল্যের কারেন্ট জাল জব্দ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯
বগুড়ার নন্দীগ্রামে আনুমানিক এক লাখ টাকামূল্যের কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই হাট-বাজারে কারেন্ট জাল বিক্রয়ের খবর পেয়ে তিনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সেসময় তাদেরকে দূর থেকে দেখতে পেয়ে কয়েকজন কারেন্ট জাল বিক্রেতা আনুমানিক ১ লাখ টাকামূল্যের কারেন্ট জাল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে কারেন্ট জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটকড়ই হাট-বাজারে সাখাওয়াত হোসেনের কাপড়ের দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড প্রদান করেন। তিনি আরো ৪টি কাপড়ের দোকান মালিককে ডিলিং লাইসেন্স করার পরামর্শ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত