বগুড়ায় আওয়ামীলীগ এবং বিএনপির সংঘর্ষে বিস্ফোরক ও মারপিট মামলায় বিএনপি নেতা কারাগারে

  আল আমিন মন্ডল বিপ্লব

প্রকাশ: ৮ মে ২০২৩, ১১:০০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪

আওয়ামীলীগ এবং বিএনপির সংঘর্ষে বিস্ফোরক ও মারপিট মামলায় গতকাল রবিবার (৭ই মে ২৩) বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক এনামুল হক নতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সকালে বিএনপির নেতা এনামুল হক নতুন গাবতলী আমলী আদালতে হাজির হয়ে জামিন চাইলে উভয়পক্ষের শুনানীন্তে বিজ্ঞ আদালত নতুনের জামিন নামুঞ্জুর করে বগুড়া কারাগারে পাঠানোর নিদের্শ দেন। 

এদিকে বিএনপি নেতা নতুনের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন সাবেক এমপি লালুসহ যুব-ছাত্রদল ও অঙ্গদলের নেতৃবৃন্দরা। বিবৃত্তি দাতারা হলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপিহেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সহ- সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম মিনহাজ, মতিয়ার রহমান মতি, মাহারুফ সম্রাট, মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারন সম্পাদক এসএম রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব লেমন সহ বিএিনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দরা।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক কারাবন্দি এনামুল হক নতুনের অতিদ্রত নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মহব্বত আলী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত