বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের গণসংযোগ, বি এন পির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ

  আল আমিন মন্ডল বিপ্লব

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭

বগুড়ার গাবতলীসহ সারাদেশেই টানাপোড়োনের একটা অবস্থা বিরাজ করছে। একদিকে আওয়ামীলীগের গণসংযোগ, পথসভা, শো-ডাউন, ক্যাম্পিংসহ সরব নির্বাচনী প্রচারণা, অন্যদিকে চলছে বিএনপির ভোট কেন্দ্রে না যাওয়ার আহবানের লিফলেট বিতরণ, হরতাল অবরোধসহ নানান কর্মসূচি। সাধারণ মানুষ শুধুমাত্র ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ৭ জানুয়ারির উপর জণগণের ভবিষ্যৎ নির্ভর করছে। 

গতকাল বগুড়া-৭ আসনে আওয়ামীলীগ মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নুর পক্ষে বুধবার গাবতলীর কাগইল বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগরে সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জেলা কৃষকলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক মশিউর আলম রিপন, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি কাউন্সিলার হযরত আলী হিরণ, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক আহবায়ক হায়দার আলী, আ’লীগ নেতা লুৎফর রহমান, আবুল কাসেম, বদিউজ্জামান, মাহফুজুল হক সুইট, এজাজুল হক এজাজ, আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসবেক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুস্তুম আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অদু, কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাঃ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সম্পাদক সৌরভ হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, সাঃ সম্পাদক জাহিদুল ইাসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহীন মিয়া, সাগর খন্দকার, উজ্জল আহম্মেদ, শ্রমিকলীগ নেতা ইনতাজ আলী, মিলন মিয়াসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসাবে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে গতকাল বুধবার সকালে বগুড়ার গাবতলী উপজেলা যুবদলের উদ্যোগে নাড়ুয়ামালা ও রামেশ্বরপুরের আলতার বাজার, মগারমোড়, তেতুলগাছী, হাফানিয়া চারমাথা, তপুরমোড় এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, সদস্য জনি ইসলাম, আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সহ সভাপতি যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদত হোসেন, সুখারপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন, যুবদল নেতা মাহবুব হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ প্রমূখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত