বগুড়ার আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে সম্প্রীতি ও প্রস্তুতি সভা

  হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৭:৫৯ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১০:১৯

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সম্প্রীতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা হলরুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন,প্রতিবছর দুর্গা পুজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। 

আসন্ন দুর্গাপুজা উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, আনছার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, যুগ্ম সম্পাদক রেবতি মোহন সাহা, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুন্ডু সহ বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

পরে উপজেলার ৬৫ টি দুর্গা মন্দিরের সভাপতি সম্পাদকের কাছে সরকার কর্তৃক বরাদ্দের ৫শ কেজি চালের ডিও হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত