বইমেলার সময়সূচিতে পরিবর্তন, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৫:৩৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১০
দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১মার্চ ২০২১ তারিখ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬.৩০টায়।
এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন থেকে মেলার সময়সূচি পরিবর্তিত সময়ে চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত