ফেনীর ডিসি ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১২:০৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত। তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত অন্য দু’জন হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে (৩০ মার্চ) জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা সাংবাদিকদের জানান, সরকারি এই তিন কর্মকর্তাকে হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা ভালোর দিকে আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী জেলা প্রশাসক ২৩ মার্চ অসুস্থ বোধ করেন। বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। রিপোর্ট করোনা পজিটিভ আনে। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৮ মার্চ) অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থতাবোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ আসে।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা পরীক্ষার করালে তার রিপোর্টও পজিটিভ আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত