ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে শোক জানালেন মোদি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:০২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৫

গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। খবর এনডিটিভির।

সোমবার গাজার হাসপাতালে হামলায় শত শত মানুষ মারা গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর আরব বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। হামলার জন্য ইসরায়েল এবং হামাস একে অপরকে দায়ি করেছে।

হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে হাসপাতালে ২০০ থেকে ৩০০ জনের মৃত্যু হয়েছে এবং ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বিমান হামলার কারণে এটি হয়েছিল।

নরেন্দ্র মোদি এক্স-হ্যান্ডেলে করা পোস্টে বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এইচই মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছি। গাজার আল আহলি হাসপাতালে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আমার সমবেদনা জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দায়ি সন্ত্রাসবাদে আমাদের গভীর উদ্বেগ জানাচ্ছি।’ এসময় তিনি ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘস্থায়ী নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত