ফিলিপাইনে সুপার টাইফুন নোরুর আঘাত, পাঁচজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯

এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরু। এতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুতের খুঁটি উপড়ে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। খবর বিবিসির।

ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে আঘাত হানে শক্তিশালী টাইফুন ‘নোরু’। ম্যানিলা ও কেসোন ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু বড় শহর এ দ্বীপে অবস্থিত। এটি দেশটির পূর্ব দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি গেছে।আবহাওয়াবিদরা জানান, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেও ওপরে উঠেছে।

এ টাইফুন বা ঘূর্ণিঝড়টির প্রভাবে ভূমিধস, জলোচ্ছ্বাস এবং প্রচণ্ড ঝড় হতে পারে। রাজধানী ম্যানিলাতেও এর প্রভাব পড়বে।ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতিপ্রতি ঘণ্টায় প্রায় ৯০ কিমি বেড়েছে।

ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনে ৫ নাম্বার সতর্কতা জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা সংকেত।সমুদ্রে চলাচলকারী জলযান এবং জেলেদের মাছ ধরতে যেতে বাধা দেওয়া হয়েছে।

তা ছাড়া দেশটিতে বিমান চলাচল এবং ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাসিফিক অঞ্চলের দেশ ফিলিপাইনে ছোটবড় সাত হাজার দ্বীপ রয়েছে। যেগুলো ঝড়ের কারণে সবসময় ঝুঁকিতে থাকে।২০২১ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন রাই। সেবার প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত