ফরিদপুরে দুইদিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত

  মিজানুর রহমান মিজান, নগরকান্দা উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ জুন ২০২২, ১৬:০২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের মোকন্দপুট্রি কালিমন্দিরে গত ১৯ - ২০ জৈষ্ঠ্য শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী শ্রী- শ্রী গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত বৃন্দরা ঢাঁক-ঢোল বাজিয়ে গণেশ পাগলকে স্মরণ করে থাকে। উপজেলার মোকন্দপুট্রি প্রাইমারী স্কুল সংলগ্ন কালিমন্দিরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়।

এর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীতে ১৩ই জৈষ্ঠ্য গণেশ পাগলের সেবা আশ্রমে মেলা অনুষ্ঠিত হয়েছিলো।

শনিবার মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, এসময় মেলার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, দীপঙ্কর কুমার মন্ডল, মিহির মন্ডল, মনোরঞ্জন বিশ্বাস, শ্যামল বিশ্বাস, গোকুল চন্দ্র মন্ডল ও ননী মাস্টার প্রমুখ। 

প্রতিবছর গনেশ পাগলের মেলায় আগত ভক্ত বৃন্দদের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দিন আপ্যায়নের ব্যবস্থা সহ  সব ধরনের নিরাপত্তা প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত