ফরিদপুরে টাকা ছাড়াই পুলিশে চাকরি

  মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৬:৩২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯

ফরিদপুরে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল [টিআরসি] পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।

নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা তখনো বিশ্বাস করতে পারছে না টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছে। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।

ফরিদপুরের পুলিশ সুপার [এসপি] মো. আব্দুল জলিল জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায়। বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে। পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল [টিআরসি] পদে নিয়োগ পরীক্ষায় ফরিদপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি উত্তীর্ণ সকলের উদ্দেশে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ৬ জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ৬ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত