প্রয়াত জিয়াউর রহমানকে রাজাকার বলায় সাবেক  আইন প্রতিমন্ত্রী ও করতোয়া সম্পাদকের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬

জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধপরাধী অভিহিত করায় পঞ্চগড়ে সাবেক আইন প্রতিমন্ত্রী  কামরুল ইসলাম  ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সাবেক ছাত্র নেতা জাসাসের সাধারন সম্পাদক  ইউনূস শেখ বাদী হয়ে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক জাহিদ হাসান মামলাটি তদন্তে সিআইডির নিকট হস্তান্তর করেন। সোমবার দুপুরে পঞ্চগড় আদালত চত্বরে সিনিয়র আইনজীবী আদম সূফি এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদম সূফি জানান ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কন্ঠ পরিষদের এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন।তিনি একজন সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক। তার সম্পর্কে এমন এক মন্তব্য করায় মুক্তিযোদ্ধা সন্তান মামলার বাদী ইউনূস শেখ তা আজো ভুলতে পারেননি।তখন তিনি আইনের আশ্রয় নিতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি না থাকায় তিনি মামলাটি করেননি। তবে এখন তিনি মামলাটি করেছেন।ওই সংবাদটি দৈনিক করতোয়ায় প্রকাশ করায় সম্পাদক মোজম্মেল হককে ও আসামী করা হয়েছে। তবে বিজ্ঞ আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এই মামলার বাদী ইউনূস শেখ বলেন কি কারনে তিনি এমন কথা বলেছেন   এটা জানতে এবং আইনের আশ্রয় নিতে চেষ্টা করে ও পারিনি ।এখন সুয়োগ এসেছে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা , সেক্টর কমান্ডার ছিলেন কিনা এবং মুক্তিযোদ্ধা ছিলেন কিনা তা জানতে আমি মহামান্য আদালতে কাছে জানতে চেয়েছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত