প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভেঙে গেল দুই বাড়ি, নিহত ১৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১০:০০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:০১

প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে দুটি বাড়ি ভেঙে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু  জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত