দৈনিক ভোরের কাগজ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী

প্রধানমন্ত্রী সংবাদপত্রের জন্যই তথ্য অধিকার আইন পাস করেছে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮ |  আপডেট  : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:৫৯

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট স.ম. রেজাউল করিম এমপি বলেছেন, সাংবাদিকতায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ রাষ্ট্রের সকল ধরনের তথ্য জনগণের জানার অধিকার নিশ্চিত করতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার আইন পাস করেছেন। জনস্বার্থে ৩১টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য কল্যান ট্রাষ্ট করেছেন। যেখান থেকে অসহায় সংবাদ কর্মীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এরপরও বিরোধী রাজনৈতিকদলসহ মুক্তিযুদ্ধ বিরোধীরা বলছেন বর্তমান সরকার বাক স্বাধীনতা হরণ করেছে।বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে মন্ত্রী আরো বলেন, মফস্বলের সংবাদ কর্মীরা সব থেকে বেশী ঝুঁকি নিয়ে তাদের পেশাদারিত্ব করে। দুর্নীতিবাজ ও ক্ষমতাধর ব্যাক্তি বর্গ, সন্ত্রাসী, দস্যুসহ অপরাধীদের বির“দ্ধে খবর প্রকাশ করলে মফস্বলের সংবাদ কর্মীরাই বেশী হুমকির সম্মুখীন হয়। নিরাপত্তার কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে খবর না করলে সাধারণ মানুষ বলে প্রভাবশালীদের দালাল । আবার খবর প্রকাশ করে বিপদে পড়লে তখন সমালোচনাকারী ওই সংবাদ কর্মীরা পাশে দাড়ায় না। অথচ, প্রধানমন্ত্রী স্নেহভাজন শ্যামল দত্ত ভোরের কাগজের কোন প্রতিনিধি বিপদগ্রস্ত হলে তিনি ঝাঁপিয়ে পড়েন। আবার দেখা গেছে অন্যান্য পত্রিকার বা ইলেকট্রনি· মিডিয়া মফস্বল প্রতিনিধিরা বিপদে পড়লে তাকে বাদ দিয়ে অন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হয়।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত হোসেন প্রমুখ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন সার্বিকভাবে বাস্তবায়ন ও পরিচালনা করেন বাগেরহাট প্রেসক্লাবে সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত