প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জিএম কাদেরের

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০০ |  আপডেট  : ১ মে ২০২৫, ২০:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সরকার প্রধানের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। অভিনন্দন বার্তায় জিএম কাদের এমপি আশা প্রকাশ করে বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে সকল উদ্যোগে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত