প্রধানমন্ত্রীর হাতে মুক্তিযুদ্ধে হাতে লেখা হিসাবের খাতা হস্তান্তর 

  শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি :

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধে ভারতের মেলাঘর ক্যাম্পে মুক্তিযুদ্ধের সংগঠক , মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) হাতে লেখা হিসাবের খাতা হস্তান্তর করা হয়েছে। বুধবার  জাতীয় সংসদে দাদা ভাইয়ের দুই সন্তান চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মুজিবুর রহমান চৌধুরী নিঞ্চন এমপি প্রধানমন্ত্রীর হাতে মুক্তিযুদ্ধের বিরল এ স্মৃতিটি হস্তান্তর করেন।

চীফ হুইপের কার্যালয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ হিসেবে দায়ীত্ব পালন করেন তিনি।  যুদ্ধকালীন সময়ে তার নিজ হাতে লেখা অন্তিনগর/মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা বুধবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। মুক্তিযুদ্ধের বিরল এ স্মৃতিটি হস্তান্তর করেন ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের বড় ছেলে জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী নি·ন এমপি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত