প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১১:৫০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব ইহসানুল করিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পার্বত্য প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি তাঁর শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মরহুম ইহসানুল করিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও দেশের উন্নয়নে তাঁর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত