প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে নন্দীগ্রামে দুর্গোৎসব সম্পন্ন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৫ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০০:৪৯
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। নন্দীগ্রামে এবারো ব্যাপক উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়।
পঞ্জিকা মতে শনিবার (১৪ অক্টোবর) মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার মর্তলোকে আগমন ঘটে। শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী, শনিবার মহাসপ্তমী, রবিবার মহাষ্টমী, সোমবার মহানবমী ও মঙ্গলবার বিজয়া দশমীপূজা শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
এবার নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৫টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। উপজেলার ২টি নদীসহ বিভিন্ন পুকুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পুরোহিতরা বলেছেন, এবার দেবী দুর্গার আগমন ও গমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। যার ফল অকল্যাণ। তবুও কল্যাণের জন্য দেবীর কাছে অনেক প্রার্থনা করা হয়েছে। বিজয়া দশমীপূজা শেষে দেবী দুর্গা কৈলাসে ফিরে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির জানান, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে এ উপজেলায় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত