প্রকাশ্যে গুলি, মডেলের মৃত্যু
প্রকাশ: ২ মে ২০২৪, ১৫:৩৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪
ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় ঢেুকে গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউইয়র্ক পোস্ট।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁয় বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি। এমন সময় মাস্ক পরা দুই অস্ত্রধারী ভেতরে ঢুকে গুলি চালায়। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। নিরাপত্তারক্ষীরা আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। এ ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী রয়েছে তার। মডেলিং ছাড়াও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ল্যান্ডি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত