পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ১২৫ জন পোলিং এজেন্ট (নির্বাচন প্রতিনিধি) নিয়ে ‘মাস্টার ট্রেইনার রিফ্রেশার্স’র আয়োজন করে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান চলছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আজ ১০টা সকাল থেকে চার টা বিকেল পর্যন্ত দুই সেশনে প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটি। সারাদেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি নৌকার আসন থেকেই পাঁচ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল। 

সভায় জানানো হয়, সারা দেশে শিগগিরই দলের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সংসদীয় আসনভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হবে। শুধু আওয়ামী লীগের নৌকা প্রার্থীর পোলিং এজেন্টদের এ প্রশিক্ষণ দেয়া হবে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের এই প্রশিক্ষণ দেয়া হবে না

সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের আজকে প্রশিক্ষণ দেওয়া হবে। পোলিং এজেন্টের কাজ কী সবাই জানে, আগের নিয়মের সঙ্গে নতুন কী কী নিয়ম যুক্ত বা পরিবর্তন হয়েছে সেগুলোর বিষয়ে জানানো হবে। 

 

সা/ই

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত