জীবিত উদ্ধার ১৭৫ শ্রমিক

পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২৩, ১২:১২ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০০

ছবি: সংগৃহীত

পেরুর একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৭৫ শ্রমিককে। দেশটির দক্ষিণে আরেককুইপা অঞ্চলের খনিতে এই ঘটনা ঘটে। পেরুতে গত কয়েক দশকে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনার হিসেবে বর্ণনা করা হয়েছে।

শনিবার খনিটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খনির কর্মকর্তারা জানান, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীরে যখন শ্রমিকরা করছিলেন তখনই আগুন ছড়িয়ে পড়ে। ভেতর থেকে পাহাড়ের ওপর দিকে আগুনের ধোয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া বলেছে, এ ঘটনায় তারা জরুরি তদন্ত চালিয়ে যাচ্ছে। সংস্থাটির দাবি, ‘এই অত্যন্ত দুঃখজনক সময়ে আমরা শোকাহত এবং উদ্ধারকৃত খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি’।

আঞ্চলিক এক পুলিশ কর্মকর্তা জানান, খনিটি প্রত্যন্ত অঞ্চলে। পুলিশ স্টেশন থেকে প্রায় ৯০ মিনিট দূরে অবস্থিত। ফলে সেখানে উদ্ধারকাজ করাটা জটিল ছিল।

উল্লেখ্য, সোনা উৎপাদনে বিশ্বের অন্যতম একটি দেশ পেরু।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত