পুনর্বাসনের লক্ষ্যে বাগেরহাটে ভিক্ষুকদের মাঝে পণ্য সামগ্রী বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১৯:৩৩ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

বাগেরহাটে পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ব্যবসার জন্য পায়ে চালিত রিক্স ,চাল, ডাল, তেল, চিপসসহ মুদিসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রতি ভিক্ষুককে ১৫ হাজার টাকা সমমূল্যের পণ্যসামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষ্যে  মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শহর সমাজসেবার কার্যালয়ে  ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আয়োজনে এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় অতিথি হিসাবে উপস্থিতথেকে এসকল পন্য সামগ্রী তুলেদেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার এস.এম. নাজমুছ সাকিব, এনজিও সমন্বয় কমিটির সভাপতি কল্লোল সরকার, অফিস সহকারী মো: সুজন হোসেন, ফিল্ড অফিসার মো: শাহাজান আলী, নিভা রানী , মো: মনিরুজ্জামান, মো: আমিনুল ইসলাম, শারমিন খান রূপা, আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত