পিএসজির বড় জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১০:২৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

পিএসজি পেল বড় জয়। গোল পেলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।যদিও জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের তিনটি গোলেই অবদান রাখায় ম্যাচের নিশ্চিত নায়ক এমবাপ্পে। লিগ ওয়ানে এমন উৎসবের ম্যাচে লরিয়েঁকে ৫-১ ব্যবধানে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল পচেত্তিনোর শিষ্যরা।

রোববার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েঁর বিপক্ষে দুর্দান্ত আক্রমণে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিক খুঁজে পায় এমবাপ্পেকে। ডিফেন্ডারের বাধা এড়িয়ে সাবেক মোনাকো ফরোয়ার্ড পাস বাড়ান নেইমারকে। জোরাল নিচু শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে নেইমারের নাম। তার পাস পেয়ে বাঁ দিকে বল বাড়ান ইদ্রিসা গেয়ি। আর বল ধরে ডি-বক্সে ঢুকে একটু সময় নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এমবাপে। ৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। তবে গোল হজম করলেও ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপ্পে।

৭৩ মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন মেসি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লরিয়েঁর জালে পঞ্চম গোলটি করেন নেইমার। এমবাপ্পের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত