পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১১:১৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

পাকিস্তান সফরে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। দুই দলের দ্বিতীয় টেস্টটি শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে রাওয়ালপিন্ডিতে গতকাল সকাল থেকেই ছিল বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে টসই করা সম্ভব হয়নি। তবে আজ দ্বিতীয় দিনে সেখানে দেখা মিলেছে রোদের। ফলে পুরো দিনই খেলা হবে বলে ধারণা করা হচ্ছে। দিনের শুরুতেই টস সেরে নিয়েছেন দুই অধিনায়ক। স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

প্রথম টেস্টে দারুণ জয় পাওয়ায় দ্বিতীয় টেস্ট ড্র করলেও সিরিজ জিতে নিবে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। শরিফুল ইসলামের বদলে আজ দলে নেয়া হিয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। 

এদিকে দ্বিতীয় টেস্টের দল থেকে শাহিন আফ্রিদিকে আগেই বাদ দিয়েছে পাকিস্তান। তা বদলে আজ খেলবেন স্পিনার আবরার আহমেদ। এছাড়াও নাসিম শাহকেও দলে রাখা হয়নি। তাঁর বদলে আজ খেলবেন মির হামজা। 

বাংলাদেশ একাদশ

শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (ডব্লিউ), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (সি), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (ডব্লিউ), আগা সালমান, খুররম শাহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, মীর হামজা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত