পাকিস্তানকে ১৩৭ রানে আটকে দিল ইংল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১৬:০১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:৪৫

জর্ডানকে তুলে মারতে গিয়ে লং অনে লিভিংস্টোনের হাতে ধরা পড়েছেন ওয়াসিম। ইনিংসে লিভিংস্টোনের এটি তৃতীয় ক্যাচ। জর্ডানের করা শেষ ওভারের পঞ্চম বলে টপ এজে চার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র ৬ রান। ফাইনালে বাবর আজমের দল আটকে গেছে ১৩৭ রানে। 

টসে জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ডের বেশ খুশিই হওয়ার কথা এমন পারফরম্যান্সে। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছিল পাকিস্তান। এরপর বাবর আজম ও শান মাসুদের পর শাদাব খান পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। তবে স্যাম কারেন, আদিল রশিদরা করেছেন দারুণ বোলিং। রশিদ ও কারেনের ৮ ওভারে ৩৪ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান।

মাঝের ওভারগুলোর পর ডেথ ওভারে এসে পাকিস্তানকে রানের গতি বাড়াতেই দেয়নি ইংল্যান্ড। শেষ ৪ ওভারে উঠেছে মাত্র ১৮ রান। 

২০১২ সালে ১৩৭ রান করেও শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম রান তাড়া করে জেতার রেকর্ড সেটিই। 

শুরুতে কারেন, শেষেও কারেন। টুর্নামেন্টটা দুর্দান্ত যাচ্ছিল স্যাম কারেনের, ফাইনালটাও গেল অমনই। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিলেন এ বাঁহাতি পেসার! 

ফুললেংথ, সেটিতে ফ্লিক করেছিলেন নেওয়াজ। তবে সরাসরি মিডউইকেটে ক্যাচ গেছে লিভিংস্টোনের হাতে। কারেন পেয়েছেন তৃতীয় উইকেট, পাকিস্তান হারিয়েছে সপ্তম উইকেট।

ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছিলেন মোহাম্মদ ওয়াসিম, ডানদিকে ডাইভ দিলেও ঠিকঠাক নিতে পারেননি হ্যারি ব্রুক। তাঁর থ্রো ধরে স্টাম্প ভাঙার চেষ্টা করেছিলেন ক্রিস জর্ডান, তাতে হয়েছে ওভারথ্রো। সেই থ্রোতেও হতে নিয়েছিল রানআউট। ওয়াসিম ক্যাচ আউট হতে পারতেন, পেয়েছেন ৩ রান। 

আরেকটি ইনটু দ্য উইকেটের বল, আরেকবার তুলে মারার চেষ্টায় ব্যর্থ ব্যাটসম্যান। ক্রিস জর্ডানের শিকার এবার শাদাব খান। ডেথ ওভারে এসে পথ হারাচ্ছে পাকিস্তান, ১২৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে তারা।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর ওয়াসিম আকরাম বলেছিলেন, মেলবোর্নে পাকিস্তান ইংল্যান্ডের চেয়ে বেশি সমর্থন পাবে। কিংবদন্তি আকরামের কথার সত্যতা মিলল আজ। মেলবোর্নের গ্যালারিতে ঢল নেমেছে পাকিস্তানি সমর্থকদের। মেলবোর্নে পাকিস্তান-ইংল্যান্ডে ফাইনাল উপভোগ করতে আসা সেই সব দর্শকদের নির্বাচিত ছবি


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত