পহেলা ডিসেম্বর ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৫৭ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩০

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজের সফরসূচিতে সামান্য পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে।ম্যাচটি হওয়ার কথা ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তৃতীয় ওয়ানডের ভেন্যু পরিবর্তন করা হলেও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ সূচি অনুযায়ী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।সফরে দুটি টেস্ট ম্যাচও খেলবে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে সিরিজটি।

২০১৫ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে ভারত।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। দুপুর ১২টায় শুরু হবে সবগুলো ওয়ানডে ম্যাচ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।সিরিজ শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় দল।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত