পশ্চিমাদের বেঁধে দেওয়া তেলের দাম প্রত্যাখ্যান রাশিয়ার
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১০:৪২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১৯
ইউক্রেনের পশ্চিমা মিত্রদের নির্ধারণ করা তেলের দাম প্রত্যাখান করেছে রাশিয়া। এর আগে রাশিয়ার তেল ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করেছিল পশ্চিমারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত শুক্রবার জানায় যে তারা রাশিয়ার তেলের জন্য প্রতি ব্যারেল ৬০ ডলার মূল্য নির্ধারণ করেছে। আগামীকাল সোমবার এটি কার্যকরের কথাও জানানো হয়।
এর মধ্যেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা দরকার। তবে রাশিয়া এ মূল্যসীমা মেনে নেবে না।’
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সতর্ক করে বলেছেন, ‘ইউরোপীয় সমর্থকরা তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে।’
এক টুইটবার্তায় উলিয়ানভ লেখেন, ‘এ বছর থেকেই ইউরোপকে রাশিয়ার তেল ছাড়া চলতে হবে। এরই মধ্যে মস্কো স্পষ্ট করে বলেছে, যেসব দেশ বাজারবিরোধী মূল্যসীমাকে সমর্থন করে, তাদের কাছে রাশিয়া তেল সরবরাহ করবে না।’
উলিয়ানভ খোঁচা মেরে লেখেন, ‘অপেক্ষা করুন, শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ দেবে যে, রাশিয়া তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’
ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। তবে চীন, ভারতসহ বিভিন্ন দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এর মধ্যেই রাশিয়ার তেলের দাম নির্ধারণ করার আহ্বান জানায় অনেক দেশ। ইউরোপীয় ইউনিয়নও দাম নির্ধারণে একমত হয়। এরপরই পশ্চিমারা ব্যারেলপ্রতি রাশিয়ার তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত