পরীক্ষামূলক টোল দিয়ে পদ্মা সেতু পার হলো প্রথম গাড়ি
প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:০৮ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৩০
প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে স্বপ্নের এই সেতু পার করে কয়েকটি গাড়ি। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন।
আহসান উল্লাহ মজুমদার বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে কয়েকটি গাড়ি পদ্মা সেতু পার হয় কয়েকটি গাড়ি।
তিনি আরো জানান, নির্বাহী প্রকৌশলীদের গাড়ি টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠে। সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখেন তারা।
এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১ হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়েছে। পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনার কার্যক্রমের সব কিছু ঠিক ঠাক আছে কি না তা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৫ জুন সকাল ১০টার দিকে উদ্বোধন হতে যাচ্ছে কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের পরদিন ২৬ জুন সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত