পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক ক‌রলেন পিটার হাস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১৪:০৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে ঘণ্টাব্যাপী বৈঠক ক‌রেন মো‌মেন-‌পিটার।

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কো‌নো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, শ্রমনী‌তি, অর্থনী‌তিসহ দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাক‌তে পা‌রে।

বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তবে স্বাভাবিক ছুটি থাকলেও এটা নিয়ে নানা আলোচনা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত