পবিত্র ওমরাহ হজ্ব পালনে গিয়ে আদমদীঘির হাজির ইন্তেকাল
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬
পবিত্র ওমরাহ হজ্ব পালনে গিয়ে মদিনায় আদমদীঘির হাজি রেজাউল প্রামানিক ওরফে রেজু (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে। তিনি গত রোববার মদিনার সময় অনুযায়ী বাদ এশা রাত পৌনে আট টায় মদিনায় পবিত্র ওমরাহ হজ্বের সকল কার্যক্রম সম্পন্ন করার পর আকষ্মিক তিনি মৃত্যুবরণ করেন। তার জান্নাতুলের মদিনা হজ্ব কাফেলার অপর সঙ্গীয় হাজি অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু বিষয়টি নিশ্চিত করে জানান, মরহুম হাজি রেজাউল প্রামানিক রেজুকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত