পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রিমান্ডে
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৯:২৭ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকা থেকে আটক এক ভারতীয় নাগরিকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজেশ পাণ্ডের (৪০) রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান।
শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর একটি টহলদল উপজেলার নাওডোবার গোলচত্তরের ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকায় রাজেশের সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে এবং জাজিরা থানায় হস্তান্তর করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।'
তিনি আরও বলেন, 'রাজেশ কী উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে পাসপোর্ট-ভিসা ছাড়া বাংলাদেশ এলেন এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা জানার জন্য তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত